কোচবিহার

ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ করার লক্ষে কোচবিহারে পুলিশের রুট মার্চ

সোমবার সকাল থেকেই শুরু হয়ে যাবে রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন তার উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। সেই মতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে নির্বাচনের আগেই কোচবিহারে মোতায়ন করা হয়েছে পুলিশ বাহিনী। সেই সঙ্গে থাকছে সশস্ত্র সিকিম পুলিশ, মহিলা পুলিশ ও জি আর পি, সি আর পি, জি আই এফ এর বাহিনী। রবিবার কোচবিহারের বিভিন্ন এলাকা গুলিতে রুট মার্চ করল তারা। জানা গেছে, কোচবিহারে মোট ভোটারদের মধ্যে ২০৫৭৫৬৯ জন পুরুষ, ১০৭৫১৬৪ জন মহিল, ৯৮২৩৮৮ জন তৃতীয় শ্রেনীর ভোটদাতা রয়েছেন। 

এবিষয়ে পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানান, এই নির্বাচনে প্রায় ১৪ হাজার পুলিশ বাহিনী জেলায় নামবে। এই বাহিনীতে থাকবে সশস্ত্র সিকিম পুলিশ ছাড়াও মহিলা পুলিশ সহ বিভিন্ন বাহিনী। প্রতি থানাতে পদস্থ কর্তা সহ সশস্ত্র বাহিনী-আসাম-বাংলাদেশ সীমান্তে বাড়তি নজর রাখতে কনট্রোল রুম চালু করা হয়েছে বলে তিনি জানান।